উপজেলা আইন না পাল্টাতে সরকার দৃঢ়: সৈয়দ আশরাফ

উপজেলা আইন না পাল্টাতে সরকার দৃঢ়: সৈয়দ আশরাফ
Thu, Apr 16th, 2009 7:30 pm BdST
ঢাকা, এপ্রিল ১৬ - চেয়ারম্যানদের হুমকি সত্বেও উপজেলা পরিষদ আইন পরিবর্তন না করার ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছে সরকার। তবে নতুন এই আইনটি কার্যকর করার পর কোন সমস্যা দেখা দিলে তা সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোন পত্রপত্রিকা বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে সৈয়দ আশরাফ অভিযোগ করেন, কোন কোন গণমাধ্যম-প্রতিষ্ঠানসহ কেউ কেউ আইনটি কার্যকর না করার জন্য উস্কানি দিচ্ছেন। বেশি উস্কানীর ফলাফল যে অশুভ হতে পারে তা মনে রাখতে হবে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কারণ সাংসদদের হাতে অনেক ক্ষমতা রয়েছে। তারা ইচ্ছা করলে এ আইন শুধু পরিবর্তনই নয়, প্রয়োজনে পুরো আইনটিই বাতিল করে দিতে পারেন। একই সঙ্গে উপজেলা চেয়ারম্যানদের প্রতি আরো ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে সর্বসম্মতিক্রমে এই আইন পাস হয়েছে। সরকার কার্যকর করারও প্রস্তুতি নিচ্ছে। এজন্য উপজেলা চেয়ারম্যানদের বসার স্থান, উপজেলা পরিষদে জনবল নিয়োগ ও গাড়ির ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পরিষদ আইনে সাংসদদের উপদেষ্টা হিসেবে রাখার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ফোরামের বিরোধীতা সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, এ বিষয়ে সরকার কোন কিছুই ভাবছে না। কারণ সরকার উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে কাজ করতে চায়। সংসদে পাস হওয়া আইনের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, এ আইনে কারো একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ নেই। উপজেলা পরিষদে সাংসদদের উপদেষ্টা করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, তারা যেচে কোন পরামর্শ দেবেন বলে মনে হয় না। জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজনে তারা কোন পরামর্শ দিতেই পারেন। সেটা গ্রহণ করা বা না করা চেয়ারম্যানদের ব্যাপার। এ আইনে চেয়ারম্যানদেরই উপজেলা পরিষদের নির্বাহী প্রধান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) করা হয়েছে সচিব। অথচ তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশে চেয়ারম্যানদের বদলে ইউএনওকে প্রধান নির্বাহী করা হয়েছিল বলে তিনি জানান। আগের দিন বুধবার উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা ফিরিয়ে না দিলে সাংসদদের এলাকায় অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। তারা অবিলম্বে উপজেলা পরিষদ-২০০৯ আইন বাতিল করে উপজেলা পরিষদ-২০০৮ আইন পুনর্বহালেরও দাবি জানান।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা