সরকারের কর্মসূচি বাস্তবায়নে গাফলতি সহ্য করব না: প্রধানমন্ত্রী


সরকারের কর্মসূচি বাস্তবায়নে গাফলতি সহ্য করব না: প্রধানমন্ত্রী
Tue, Apr 28th, 2009 6:42 pm BdST
সাভার, এপ্রিল ২৮ - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কল্যাণে যে সব কর্মসূচি নেওয়া হবে সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এ ক্ষেত্রে কোনো গাফলতি বা শৈথিল্য সহ্য করা হবে না। তিনি আরো বলেছেন, জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে কোন আইনগত জটিলতা থাকলে সেগুলো আরো সহজ ও দ্রুত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। (বিস্তারিত আসছে) মঙ্গলবার সকালে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী রজতজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিপিএটিসি'র প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা জনগণের সেবক, শাসক নন। অনেক সময় শুনি সরকারি কর্মকর্তারা জনগণের সঙ্গে যথাযথ আচরণ না করে প্রভুর ন্যায় আচরণ করে থাকেন।" প্রশাসনের অনেকেরই মধ্যে এখনও ব্রিটিশ বা পাকিস্তানি শাসন আমলের মন-মানসিকতা রয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্মকর্তাদের মন-মানসিকতার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, "আমরা একটি ভিশন নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছি। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দিনবদলের প্রতিশ্র"তি দিয়েছি। আমরা জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। আর সে কাজটা করতে হবে সরকারি কর্মকর্তাদেরই।" কল্যাণকর প্রশাসন তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যাপারে গুরুত্বারোপ করে হাসিনা বলেন, "আমরা দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি। আপনারা নিজেরা কেউ দুর্নীতি করবেন না এবং অপরের দুর্নীতি সহ্য করবেন না। মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের, আপনাদের বেতন-ভাতা দেওয়া হয়।" বিপিএটিসি বোর্ড অব গভর্নরস সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত রজতজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বিপিএটিসি-র রেক্টর মো. আব্দুস সালাম খান প্রমুখ।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা