জানুয়ারিতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে : আইন প্রতিমন্ত্রী

জানুয়ারিতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে : আইন প্রতিমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচার ২ মাসের মধ্যে
চট্টগ্রাম অফিস : এখন দেশের জনগণের প্রাণের দাবি হচ্ছে দ্রুত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা। বর্তমান সরকার জনগণের এ দাবি পূরণে বদ্ধপরিকর। আগামী জানুয়ারিতে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে আইন প্রতিমন্ত্রী অ্যাড. মোহাম্মদ কামরুল ইসলাম এ কথা বলেন।যুদ্ধাপরাধীর বিচার প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার পর পরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। তাদের বিচার প্রক্রিয়ার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ বিচার কার্য সম্পন্ন করতে খরচ বাবদ সরকার ১০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের জন্য পুরাতন হাইকোর্টের ভবনকে নির্বাচন করা হয়েছে। আশা করছি আগামী ২/৩ মাসের মধ্যে এ ভবনে তাদের বিচার কার্যক্রম শুরু হবে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে সরকার তার নির্বাচনী ওয়াদা পালন করবে।রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ও নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সরকার ও বিরোধী দলকে এক যোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে আমাদের দেশের উন্নয়ন কার্যক্রমে বিরোধিতা করার সংস্কৃতি পরিহার করতে হবে। জোট সরকার আমলের রাজনৈতিক হয়রানি এবং সংখ্যালঘু নির্যাতন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জোট সরকারের আমলে বহু সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক হয়রানি এবং ফাহিমা মহিমাসহ বহু নারী ধর্ষণের শিকার হয়েছে। জোট সরকারের আমলের সংখ্যালঘু নির্যাতন এবং রাজনৈতিক হয়রানির ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। কমিশন তদন্ত করে আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার পর ওই আমলে সংঘটিত সব ঘটনার বিচার শুরু হবে।জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিকুল কাদের সাইয়েদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জিয়াউদ্দীন আহমেদ প্রমুখ।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day