জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্ট স'বিরতা কাটাতে বেগ পেতে হচ্ছে
জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্ট স্তবিরতা কাটাতে বেগ পেতে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
কাগজ প্রতিবেদক : জনগণের বিশ্বাসের মর্যাদা আমরা রৰা করবোই- এ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দিন বদলের প্রতিশ্র"তি পূরণে এই সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনী ইশতেহার বাস-বায়নের মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তবে জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্ট স'বিরতা কাটিয়ে উঠতে তার সরকারকে বেগ পেতে হচ্ছে বলেও মন-ব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার বুড়িগঙ্গা নদীর ওপর শহীদ বুদ্ধিজীবী সেতুর (তৃতীয় বুড়িগঙ্গা সেতু) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামর"ল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। নবম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে তার নেতৃত্বাধীন মহাজোট সরকারের পৰ থেকে জনগণকে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ৩০০টি আসনের ২৬২ আসনে জয়লাভ করে সরকার গঠন করে। এক বছরে তার সরকারের সাফল্য দাবি করে প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ৰমতার মধ্যে রাখা হয়েছে। বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং উন্নয়ন কর্মসূচিগুলো বাস-বায়ন করা হ"েছ।শেখ হাসিনা বলেন, চারদলীয় জোট সরকারের পাঁচ বছরের দুর্নীতি ও লুটপাট এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের ভয়ভীতি ও আতঙ্কে দেশে একটা স'বির অবস'ার সৃষ্টি হয়েছিল। এই অবস্থা কাটিয়ে উঠতে সরকারকে বেশ বেগ পেতে হ"েছ। প্রধানমন্ত্রী চারদলীয় জোট সরকারের সমালোচনা করে বলেন, চারদলীয় জোট সরকার তাদের দুর্নীতি ও লুটপাট টিকিয়ে রাখতে নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছিল। তারা ভুয়া ভোটার তৈরি করেছিল। দলীয় লোক দিয়েই তারা তত্ত্বাবধায়ক সরকার করেছিল। সে জন্যই ১/১১ হয়েছিল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ১/১১ হওয়ার পর রাজনীতিকেই সম্পূর্ণভাবে বিদায় জানানোর চেষ্টা করা হয়েছিল। দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করা হয়েছিল। কিন' দেশের জনগণ, প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন দেশের চাপ ও দাবির মুখে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। ‘শহীদ বুদ্ধিজীবী সেতু’ নামে নতুন সেতুটি রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে শুর" হয়ে কেরানীগঞ্জের ওয়াসপুরে গিয়ে শেষ হয়েছে। সেতুর দৈর্ঘ্য ৭০৮ মিটার এবং প্রস' ১০ মিটার। এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি জেলা-উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক স'াপনের জন্য তার সরকারের কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, সড়ক খাতে বিনিয়োগের জন্য অগ্রাধিকারভিত্তিতে তালিকা প্রণয়ন করে কুড়ি বছর মেয়াদি ‘রোড মাস্টার পস্ন্যান’ অনুমোদন করা হয়েছে।