মুক্তিযোদ্ধাদের সর্বো"চ মূল্যায়ন করবে মহাজোট সরকার : তোফায়েল আহমেদ
মুক্তিযোদ্ধাদের সর্বচ্চ মূল্যায়ন করবে মহাজোট সরকার : তোফায়েল আহমেদ
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, দেশের সূর্যসন্তান্দের যথাযথ মূল্যায়ন করা জাতির সর্বচ্চ কর্তব্য। এ কর্তব্য পালন না করলে সবার কাছে অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিচিত হবো। এ জন্য মহাজোট সরকার মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। তিনি গতকাল শনিবার সকাল ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ভূমিহীন মুক্তিযোদ্ধাদের মধ্যে জমি হস্তন্তর, আইলায় ৰতিগ্রস-দের মাঝে নগদ অর্থ, বিধবা ভাতা এবং মাধ্যমিক স-রে ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি এ সময় সাব-রেজিস্ট্রি অফিস, জরিপ অফিসসহ যে কোনো দপ্তরে দলীয় পরিচয়ে কেউ চাঁদাবাজি বা প্রভাব বিস-ারের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রৰাকারী বাহিনীকে তাতখণিক গ্রেপ্তারের নির্দেশ দেন। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে এলাকার মাটি ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।জেলা প্রশাসক মেজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নজর"ল ইসলাম। অন্যদের মধ্যে উপসি'ত ছিলেন- উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান শাহজাদা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আহসান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, গংগাপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ উল্যাহ প্রমুখ।অনুষ্ঠানে তোফায়েল আহমেদ ২৭ মুক্তিযোদ্ধা পরিবারকে ২৭ একর জমির দলিল হস-ান-র, আইলায় ৰতিগ্রস- ১ হাজার ৫০০ পরিবারকে ১৫ লাখ টাকা, ৪৫ জন বিধবাকে ১ হাজার ৮০০ টাকা করে বিধবা ভাতা ও মাধ্যমিক স-রের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্য বই বিতরণ করেন।