জলিল জনগণের রায়কে অসম্মান করেছেন: ওবায়দুল কাদের
‘পলাশি থেকে ধানমন্ডি’
জলিল জনগণের রায়কে অসম্মান করেছেন: ওবায়দুল কাদের
ফেনী, সেপ্টেম্বর ২৫ (টোয়েন্টিফোর ডটকম) - সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতা করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে সাংসদ আব্দুল জলিলের বক্তব্য নাকচ করে দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, "জলিল সাহেব জনগণের রায়কে অসম্মান করেছেন।" শুক্রবার রাত ৯টার দিকে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ওবায়দুল বলেন, "দেশ ও দলের ভেতরের কথা অন্য দেশে গিয়ে বলাটা কিছুতেই সমীচীন নয়।" বৃহস্পতিবার লন্ডনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে জলিল বলেন, পদ ধরে রাখতে ওই সময় দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে বিরোধে না জড়ানো তার ভুল হয়েছিল। উপদেষ্টা পরিষদে রেখে দলের প্রধান অনেক জ্যেষ্ঠ নেতার সঙ্গে অন্যায় করেছেন বলেও তিনি অভিযোগ করেন। লন্ডনের বাংলা টিভিকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় এবং ক্ষমতারোহণের পেছনে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতা ছিল। জলিলের এ বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, "নির্বাচনের দিন সকল দেশি-বিদেশি পর্যবেক্ষক এক বাক্যে স্বীকার করেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে।" রাজনীতি তার গতানুগতিক গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, "এই দুর্বলতার সুযোগে অরাজনৈতিক শক্তি আমাদের ওপর ওপর ছড়ি ঘুরাচ্ছে।" সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, "সবাই ভারত নিয়ে কথা বললেও এখন আমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার। দেশটি উত্তর কোরিয়ার সঙ্গে মিলে পারমাণবিক শক্তি অর্জন করতে চাচ্ছে।" সমুদ্রের খনিজ সম্পদ আহরণ নিয়ে তিনি বলেন, "মিয়ানমার কিছুদিন আগে দেশের সমুদ্রসীমায় জাহাজ পাঠিয়ে আমাদের হুমকি দিয়েছে।" সরকারের সাফল্য বিষয়ে ওবায়দুল কাদের বলেন, "অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করার চেষ্টা করছে সরকার।"