জেনেভাতে প্রবাসী বাঙ্গালীদের গণসংবর্ধনায়-হল্যান্ড আওয়ামী লীগের যোগদান এবং মাননীয় প্রধানমনত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত
জেনেভাতে প্রবাসী বাঙ্গালীদের গণসংবর্ধনায়-হল্যান্ড আওয়ামী লীগের যোগদান এবং মাননীয় প্রধানমনত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত
ভিওবিডি,হল্যান্ড থেকেহল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপিততে জানানো হয়েছে যে, পহেলা সেপ্টেমবর, জেনেভায়-বিশ্ব জলবায়ু পরিবর্তন সমেমলন-৩, এ- যোগদান উপলক্ষে, বাংলাদেশের মাননীয় প্রধানমনত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা আগমন করেন। মাননীয় প্রধানমনত্রীর আগমনে ৪ঠা সেপ্টেমবর, সুইজারল্যান্ডসহ ইউরোপ প্রবাসী বাঙ্গালীদের পক্ষে- আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও যোগদান করেছেন। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি সর্বজনশ্রদ্ধেয়-শ্রী অনিল দাশ গুপত। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শুরুর পূর্বে ৪ঠা সেপ্টেমবর, দুপুর বেলায়, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মাঈদ ফারুক, সাধারণ সম্পাদক মোসতফা জামান ও জনসংযোগ সম্পাদক রশীদ রানা, মাননীয় প্রধানমনত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে- প্রথমেই হল্যান্ড আওয়ামী লীগের দীর্ঘ চার বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদনের একটি বই, মাননীয় প্রধানমনত্রীর হাতে তুলে দেন, সংগঠনের সভাপতি জনাব মাঈদ ফারুক। আলাপকালে- হল্যান্ডেও- দলের দুঃসময়ে যারা কাজ করেনি তাদেরকে চিহ্নিত করার বিষয়ে মাননীয় প্রধানমনত্রীর সু-দৃষ্টি আকর্ষণ করা হলে, তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এদের তালিকাও তৈয়ার করার নির্দেশ দেন। হল্যান্ড আওয়ামী লীগের নেতৃদ্ধয়-ইউরোপ ব্যাপি যারা দলের দুঃসময়ে কাজ করেনি, তাদেরকেও চিহ্নিত করার বিষয়টি সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি সর্বজনশ্রদ্ধেয়-শ্রী অনিল দাশ গুপতকে দায়িত্ব প্রদান করার জন্যও মাননীয় প্রধানমনত্রীকে সবিনয়ে অনুরোধ জানান। এসময় বাংলাদেশের মাননীয় বন ও পরিবেশ বিষয়ক প্রতিমনত্রী ড. হাছান মাহমুদও উপসিহত ছিলেন। মাননীয় প্রধানমনত্রী দলের নেতা-কর্মী এবং প্রবাসী বাঙ্গালীদেরকে দেশ ও জাতির স্বার্থে একযোগে কাজ করারও আহবান জানান। জেনেভায়- উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মাঈদ ফারুক, উপদেষ্ঠা পরিষদের সদস্য জনাব কায়সার রশীদ মিন্টু, সহ-সভাপতি ইসমাইল হোসেন ও হাকিম আলী, সাধারণ সম্পাদক মোসতফা জামান, সাংগঠনিক সম্পাদক তপন আলী ও জনসংযোগ সম্পাদক রশীদ রানা অংশগ্রহন করেছেন। জেনেভায়- ৩ সেপ্টেমবর, পৃথকভাবে আয়োজিত এক ইফতার পার্টির অনুষ্ঠানে- বাংলাদেশের মাননীয় পরাষ্ট্রমনত্রী ডা. দীপু মণির সঙ্গে সাক্ষাতে, তাকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবহিত করেন। এখানে আরও উল্লেখ থাকে যে, উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে, সমগ্র ইউরোপের আওয়ামী লীগের নেতৃবৃন্দরাসহ বিপুল সংখ্যাক ইউরোপ প্রবাসী বাঙ্গালীরা যোগদান করেছেন।