বঙ্গবন্ধুর অটোগ্রাফ গ্রহণের ৩৫ বছর পর------
বঙ্গবন্ধুর অটোগ্রাফ গ্রহণের ৩৫ বছর পর------
জাতিসংঘ থেকে শ্বেতাঙ্গ আমেরিকান ড. এলেন কর্তৃক সংরক্ষিত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অটোগ্রাফওয়ালা স্ট্যাম্প।৩৫ বছরের ব্যবধানে অদ্ভূত যোগসূত্র পিতা-কন্যার মধ্যে। আর এটি স্থাপিত হয় ড. এলেন হেম্যান নামক শ্বেতাঙ্গ একজন আমেরিকানের মাধ্যমে। জাতিসংঘে সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দানের ৩৫ বছরের ব্যবধানের ঘটনা এটি নয়। তার চেয়েও হৃদয়গ্রাহী। ৩৫ বছর আগে ১৯৭৪ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবের ছবি সংবলিত একটি স্ট্যাম্পে স্বাক্ষর তথা অটোগ্রাফ নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের।
২৬ সেপ্টেম্বর অর্থাৎ গত শনিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দানের পর শেখ হাসিনার মুখোমুখী হন ঐ লোকটি। তার হাতে বঙ্গবন্ধুর স্বাক্ষরওয়ালা স্ট্যাম্প এবং সাথে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত আরেকটি স্ট্যাম্প। সেটির নীচে লেখা লাইবেরিয়া। ৩৫ বছর আগে বাবার অটোগ্রাফ প্রদানকৃত স্ট্যাম্প আমেরিকানের হাতে দেখে অভিভূত হন শেখ হাসিনা এবং সকলের অজান্তে তিনি ঐ আমেরিকানের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন চোখের পানিতে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছীব সংবলিত স্ট্যাম্পের নীচে শেখ হাসিনার স্বাক্ষর তথা অটোগ্রাফ নিলেন ড. এলেন এবং এ দুটি স্ট্যাম্পের কপি হস্তান্তর করলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেনের কাছে। ড. মোমেন স্ট্যাম্প দুটির কপি বার্তা সংস্থা এনাকে প্রদানকালে বলেন, নিউইয়র্ক সিটির ম্যানহাটানে ৮৬ স্ট্রীটে বসবাসরত ড. এলেন বয়সের ভারে ন্যুব্জ হলেও স্মৃতির এলবামে লালন করে চলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ্য বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে। এজন্যেই হয়তো তিনি ছুটে এসেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অটোগ্রাফ নিতে।