আ. লীগ নেতা এম এ মান্নান আর নেই
আ. লীগ নেতা এম এ মান্নান আর নেই
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী এম এ মান্নান (৭৩) সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঈদের নামাজ আদায় করার পরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম এ মান্নানের মেজো ছেলে আব্দুল লতিফ টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায়ের সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। মোনাজাত শেষে দ্রুত গাড়িতে তোলার পরে তার অবস্থার আরও অবনতি ঘটে। মান্নানকে দ্রুত ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান টিপু। আওয়ামী লীগ নেতার মরদেহ নগরীর ব্যাটারি গলিতে তার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। এম এ মান্নানের মৃত্যু সংবাদ পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী ও বিএনপি'র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার তাকে দেখতে যান। এম এ মান্নান দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মান্নান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) পূর্বাঞ্চলের কমান্ডার ছিলেন। '৭৩ সালে তিনি গণপরিষদের সদস্য ও '৯৬ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ৭৩ বছর বয়সী এম এ মান্নান ছয় ছেলে ও দুই মেয়ের জনক। মঙ্গলবার আসরের নামাজের পর জমিয়াতুল ফালাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।