বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও শাস্তি ছাড়া জাতি কলুষমুক্ত হবে না : মইনউদ্দিন খান বাদল

বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও শাস্তি ছাড়া জাতি কলুষমুক্ত হবে না : মইনউদ্দিন খান বাদল
কাগজ প্রতিবেদক, রাজশাহী : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী সভপতি মইনউদ্দিন খান বাদল এমপি বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও শাস্তি ছাড়া জাতির আত্মা কলুষমুক্ত হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে খুন করে জাতির ললাটে বেঈমানির কলঙ্ক চাপিয়ে দেয়ার অপপ্রয়াস পেয়েছিল মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। জামাত ধর্মের অপব্যাখ্যা করে বিভ্রান্তি ও মিথ্যার মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। তিনি গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে রাজশাহী জেলা ও মহানগর জাসদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।জেলা জাসদের সভাপতি মজিবুল হক বকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মইনউদ্দিন খান বাদল আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর মহাজোট সরকার ৰমতায় এসে দেশকে পরিবর্তনের ধারায় পরিচালিত করার চেষ্টা চালাচ্ছে। ২০১৩ সালে বাংলাদেশ বিদেশী সাহায্য ছাড়াই বাজেট করবে বলে তিনি উলেস্নখ করেন।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন আখতার। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ন্যাপ নেতা ভাষাসৈনিক মোশাররফ হোসন আখুঞ্জি, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাদশা, সিপিবি নেতা এনামুল হক, বিশিষ্ট লেখক অধ্যাপক ফজলুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা ডা. সৈয়দ সাফিকুল আলম, রাজশাহী রৰা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর জাসদের সভাপতি প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মাসুদ শিবলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক জুলফিকার মান্নান জামী ও জাসদ নেতা সেলিমুজ্জামান সেলিম।এর আগে জাসদ নেতা শহীদ মুুকিমের মা গেলেমা বেগম সম্মেলনের উদ্বোধন করেন। পরে একটি বর্নাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা