বিদায় ২০০৯
বিদায় ২০০৯ উত্তম চক্রবর্তিঃ আজ আলোড়িত বর্ষ বিদায়ের দিন। বহু ঘটনার জন্ম দিয়ে মহাকালের পরিক্রমায় বিদায় নিল আরও একটি বছর। বাংলাদেশের ৩৮ বছরের অনেক ইতিহাস বদলে দিয়েছে বিদায়ী বছরটি। সূচনা করেছে জাতীয় জীবনে ও রাজনীতির ইতিহাসে এক অভিনব অধ্যায়ের। দুই বছরের অগণতান্ত্রিক শাসনের অবসান, গণতন্ত্রের পুনরুজ্জীবনের মাধ্যমে ২০০৯ সালের যাত্রা শুরম্ন। এরপর অনেক ঘটনা-অঘটন, প্রাপ্তি-অপ্রাপ্তি, চড়াই-উতরাই, উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দ-বেদনার সাক্ষী হয়ে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে এই বছরটি। আজ রাতটুকু পেরোলেই কাল পূর্বাকাশে উঠবে যে নতুন সূর্য, সে সূর্য নতুন বছরের। নতুন আশায় বুক বেঁধে আরও একটি নতুন বছরের দিনলিপি পড়ে থাকবে পেছনে। নতুন বছরে নতুন সূর্যের অসীম প্রতীৰা মানুষের। উতসব আয়োজনের মধ্য দিয়েই মানুষ স্বাগত জানাবে ইংরেজী নতুন বছর ২০১০ সালকে। ইংরেজী পঞ্জিকার সর্বজনীনতায় কাল বিশ্ববাসীও মেতে উঠবে নতুন বছরের আগমনী আনন্দ-উলস্নাসে। মহাকালের আবর্তে হারিয়ে গেলেও বিদায়ী বছরটি দেশের মানুষের মনে দাগ কেটে থাকবে বহুকাল, বহু বছর। কারণ বিদায়ী এ বছরটি পাল্টে দিয়েছে অনেক ইতিহাস। কারণ বাঙালী জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত দেশে...