ইন্দিরা গান্ধী শানিত পুরুস্কার পাওয়ায়- জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে, হল্যান্ড আওয়ামী লীগ
ইন্দিরা গান্ধী শানিত পুরুস্কার পাওয়ায়- জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে, হল্যান্ড আওয়ামী লীগ ভিওবিডি , হল্যান্ড থেকে হল্যান্ড আওয়ামী লীগের এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ জানান যে, গত ১২ই জানুয়ারী ২০১০, ভারতের রাষ্ট্রপতি ভবনে, ভারতের প্রধানমনত্রী ড. মনমোহন সিং সহ বিশিষ্ট অতিথিদের উপসিহতিতে এক জাঁকজকমপূর্ণ অনুষ্ঠান ও চমৎকার পরিবেশে, ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল হইতে, বাংলাদেশের মাননীয় প্রধানমনত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা ইন্দিরা গান্ধী শানিত পুরসকার গ্রহন করেন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাষ্ট মনোনীত, মর্যাদাপুর্ণ ‘ইন্দিরা গান্ধী শানিত পুরুস্কাকা’র পাওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে, হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।বিবৃতিতে- নেতৃবৃন্দরা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ এই ‘ইন্দিরা গান্ধী শানিত পুরসকা’র প্রমাণ করেছে যে, তিনি শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যাই নন, তিনি হচ্ছেন, গণতনেত্রর প্রতীক, ন্যায়ের প্রতীক, শানিতর প্রতীক, মানবাধিকার সংরক্ষণের প্রতীক, আইনের সু-শাসন প্রতিষ্ঠ