বিপথগামীরা স্বাভাবিক জীবনে ফিরে আসুন-- আবুল হাসানাত আবদুল্লাহ

বিপথগামীরা স্বাভাবিক জীবনে ফিরে আসুন-- হাসানাত

ষ্টাফ রিপৌর্টার, ১৪ অক্টোবর।। সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ চারদলীয় জোট সরকারের আমলের সন্ত্রাসের ঘটনা উল্লেখ করে ওয়াদা করেন আর কখনও দক্ষিন বাংলায় সন্ত্রাস করতে দেয়া হবেনা। চাঁদাবাজ, টেন্ডারবাজদের সর্তক করেন তিনি। বিকেলে নগরীর ফজলুল হক এভিনিউতে তাকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের আহবায়ক শওকত হোসেন হিরন। ৮ বছর পর সক্রিয় রাজনীতিতে ফিরে আসায় দলীয় নেতা কর্মীরা বিপুল সংবর্ধনা দেয় তাকে।প্রধান অতিথি আবুল হাসানাত পার্বত্য শান্তি চুক্তির কথা স্মরন করিয়ে দিয়ে বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। তিনি তাদের স্বাভাবিক জীবনের গ্যারান্টি দিবেন বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করেন।মেয়র বলেছেন, ৩৫ বছর পর আমরা মেয়র পদ পেয়েছি। অল্প ভোটের জন্য এমপি পদটি পাইনি। বরিশালে আর সন্ত্রাস হবেনা জানিয়ে তিনি বলেন, আমরা সবাই মিলেমিশে থাকবো। এর আগে ঢাকা থেকে সড়ক পথে বরিশাল আসার সময় গৌরনদীতে সংবর্ধনা সভায় বক্তৃতাকালে আবুল হাসানাত আবদুল্লাহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি এবং অসুস্থতার কারনে গত আট বছর এলাকাবাসীর পাশে থাকতে না পারায় ক্ষমা প্রার্থনা করেন। সভায় সভাপতিত্ব করেন তালুকদার মো: ইউনুস এমপি।প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, পানি সম্পদ মন্ত্রী মাহাবুবুর রহমান , পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মনিরুল ইসলাম মনি এমপি, বলরাম পোদ্দার এসব সভায় বক্তৃতা করেন।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day