সৌদির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

সৌদির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
Tue, Apr 21st, 2009
ঢাকা, এপ্রিল ২১- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পাঁচ দিনের এ সফরে তিনি জনশক্তি রপ্তানিসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন বলে সোমবার রাতে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আজিজ আল সৌদের বিশেষ আমন্ত্রণে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম দেশটিতে সফরে গেলেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শেখ হাসিনা রাত ১২ টা ০৫ মিনিটে রিয়াদ রওনা দেন। পাঁচ ঘন্টা পর তার সৌদি রাজধানীতে পৌঁছার কথা। বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং তিন বাহিনী প্রধান। ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দোকার মোশাররফ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে সৌদি বাদশাহ আবদুল্ল�াহ বিন আবদুল্ল�াহ আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া তিনি উমরাহ হজও পালন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও তার সফর সঙ্গীদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মোট ৩৪ জন। আবুল কালাম বলেন, সফরকালে প্রধানমন্ত্রী সৌদি প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেও বৈঠক হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সৌদি শ্রমমন্ত্রীর সঙ্গেও আমরা বৈঠকে মিলিত হবো। দেশটিতে পৌঁছার পর বৈঠকের সময়সূচি ও স্থান নির্ধারণ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরকালে প্রধানমন্ত্রী মদিনা যাবেন এবং মহানবী হযরত মোহাম্মদ (দঃ) এর কবর জিয়ারত করবেন। সেখান থেকে মক্কা ফিরে এসে তিনি জেদ্দা যাবেন। সৌদি আরব বাংলাদেশী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় বাজার। সেখানে প্রায় ২০ লাখ বাংলাদেশী রয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল। গত বছর সৌদি আরব বাংলাদেশ থেকে অদক্ষ জনশক্তি নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল সকালে জেদ্দা ত্যাগ করবেন। ঢাকায় পৌঁছানোর কথা দুপুর ২ টায়।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day