প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাস কর্মকর্তাদের আন্তরিক হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Mon, Apr 27th, 2009 2:58 pm

ঢাকা, এপ্রিল বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগের কথা তুলে ধরে তাদের সমস্যা সমাধানে আন্তরিক হতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আবুল কালাম আজাদ বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানান। বৈঠকে প্রধানমন্ত্রী তার সৌদি আরব সফর সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করেন। আবুল কালাম আজাদ বলেন, "সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠকের সময় 'আকামা' পরিবর্তনের সিদ্ধান্ত হয়। পরে বাদশাহ'র সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় তাকে তা অবহিত করা হয়।" আজাদ জানান, সৌদি আরব সফরের সময় প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীরা দূতাবাসের এবং সেখানকার কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে জানান, এ রকম অভিযোগ শুধু সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের বিরুদ্ধেই নয়, বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসের বিরুদ্ধে এ রকম অভিযোগ রয়েছে। শেখ হাসিনা বলেন, "দূতবাসের কর্মকর্তাদের প্রবাসীদের সমস্যা সমাধানে আরও আন্তরিক হতে হবে।" প্রেস সচিব আজাদ আরও জানান, সফরে প্রধানমন্ত্রী হজ যাত্রীদের জন্য মক্কায় ডরমিটরি তৈরির জন্য সৌদি সরকারের কাছে জায়গা চেয়েছেন। এছাড়া মক্কা ও মদিনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি স্কুল করার আগ্রহের কথা সৌদি সরকারকে জানিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ প্রধানমন্ত্রীর স্থলে রাষ্ট্রপতিকে সমর্পণের জন্য ৮টি বিল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- কুষ্টিয়ার ইসমালী বিশ্ববিদ্যালয়, গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়। প্রেস সচিব জানান, আচার্যের পদ ছেড়ে দেওয়ায় মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে অল্প কিছু বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, "সরকারের নির্বাহী প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর থাকতে পারেন না।" বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য টেরিসটোরিয়াল স�প্রচার সুবিধা ও সংরক্ষণ আইন-২০০৯ অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, "প্রয়োজনে বিটিভি আরেকটি চ্যানেল চালু করবে। যেখানে সংসদের কার্যক্রম স�প্রচার করা হবে এবং যখন অধিবেশন থাকবে না তখন শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করা হবে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day