ইন্দিরা গান্ধী শানিত পুরুস্কার পাওয়ায়- জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে, হল্যান্ড আওয়ামী লীগ

ইন্দিরা গান্ধী শানিত পুরুস্কার পাওয়ায়- জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে, হল্যান্ড আওয়ামী লীগ
ভিওবিডি, হল্যান্ড থেকে হল্যান্ড আওয়ামী লীগের এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ জানান যে, গত ১২ই জানুয়ারী ২০১০, ভারতের রাষ্ট্রপতি ভবনে, ভারতের প্রধানমনত্রী ড. মনমোহন সিং সহ বিশিষ্ট অতিথিদের উপসিহতিতে এক জাঁকজকমপূর্ণ অনুষ্ঠান ও চমৎকার পরিবেশে, ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল হইতে, বাংলাদেশের মাননীয় প্রধানমনত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা ইন্দিরা গান্ধী শানিত পুরসকার গ্রহন করেন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাষ্ট মনোনীত, মর্যাদাপুর্ণ ‘ইন্দিরা গান্ধী শানিত পুরুস্কাকা’র পাওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে, হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।বিবৃতিতে- নেতৃবৃন্দরা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ এই ‘ইন্দিরা গান্ধী শানিত পুরসকা’র প্রমাণ করেছে যে, তিনি শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যাই নন, তিনি হচ্ছেন, গণতনেত্রর প্রতীক, ন্যায়ের প্রতীক, শানিতর প্রতীক, মানবাধিকার সংরক্ষণের প্রতীক, আইনের সু-শাসন প্রতিষ্ঠার প্রতীক, অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, দেশের শোষিত-বঞ্চিত মানুষের প্রতীক ও সর্ব প্রকার সনত্রাস বিরোধী প্রতিবাদী এক কনঠস্বর এবং বিশ্বের শানিতকামি মানুষের অন্যতম অবিসংবাদিত নেতা। জননেত্রী শেখ হাসিনার শানিত পুরসকারে- হল্যান্ড আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রবাসী বাঙ্গালীরা গভীর আনন্দিত ও উল্লসিত হয়েছে। এবং ভারতের সফল সফরের জন্যও মাননীয় প্রধানমনত্রী, জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, নেতৃবৃন্দরা। গণতনেত্রর মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনাকে ‘ইন্দিরা গান্ধী শানিত পুরসকারে’ ভূষিত করায়- ইন্দিরা মেমোরিয়াল ট্রাষ্টকেও ধন্যবাদ জানিয়েছে নেতৃবৃন্দরা। বিবৃতিকারীরা হলেন ঃ হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি, জনাব মাঈদ ফারুক, সহ-সভাপতি ইসমাইল হোসেন, এমদাদ হোসেন, ইমরান হোসেন, সন্দীপ কুমার দাশ, জাকিরুল হক টিপু, আবরার হোসেন শামীম, নান্টু মৃধা, টুকু খান ও আরিফ রহমান, উপদেষ্টা মন্ডলীর সভাপতি, ডাঃ ইউসুফ আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মাসুদ চৌধুরী মজনু, মাহবুব রেজা ও অমিত কাজল, সাধারণ সম্পাদক- মোসতফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মুরাদ খান ও শ্যামল শীল, সাংগঠনিক সম্পাদক- জয়নাল আবেদীন, রশীদ রানা ও জসিম উদ্দিন, ইমিগ্রেশন সম্পাদক-দেওয়ান উজ্জল, প্রবাসী কল্যাণ সম্পাদক-বিষ্ণু বিশ্বাস, জনসংযোগ সম্পাদক-ফজলুর রহমান, দফতর সম্পাদক-মাসুদ রহমান, উপ-দফতর সম্পাদক-আতিকুর রহমান, প্রচার সম্পাদক-মুহিন উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-ভূশন নাথ, মহিলা বিষয়ক সম্পাদক-রত্না রেজা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-মঈন খান, যুব ও ক্রিড়া সম্পাদক-আনিসুজ্জামান কিরণ, শিক্ষা বিষয়ক সম্পাদক-ঈকরামুল পলাশ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক-মুজিব খান, সাংসকৃতিক সম্পাদক-নীপু দাশ, স্বাসহ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক-রিপন, তথ্য ও গভেষণা সম্পাদক-খোরশেদ আলম মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক-জসিম উদ্দিন, উপ-প্রচার সম্পাদক-নাসিম খান অভি, কোষাধ্যক্ষ লক্ষন সরকার, আওয়ামী লীগ নেতা, মতিউর রহমান, আশরাফ হোসেন, কামাল হোসেন বাহার ও সম্রাট প্রমুখ। প্রেস বিজ্ঞপিত।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

ব্রিগেডিয়ার বারীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা