Posts

Showing posts from January, 2010

ইন্দিরা গান্ধী শানিত পুরুস্কার পাওয়ায়- জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে, হল্যান্ড আওয়ামী লীগ

ইন্দিরা গান্ধী শানিত পুরুস্কার পাওয়ায়- জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে, হল্যান্ড আওয়ামী লীগ ভিওবিডি , হল্যান্ড থেকে হল্যান্ড আওয়ামী লীগের এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ জানান যে, গত ১২ই জানুয়ারী ২০১০, ভারতের রাষ্ট্রপতি ভবনে, ভারতের প্রধানমনত্রী ড. মনমোহন সিং সহ বিশিষ্ট অতিথিদের উপসিহতিতে এক জাঁকজকমপূর্ণ অনুষ্ঠান ও চমৎকার পরিবেশে, ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল হইতে, বাংলাদেশের মাননীয় প্রধানমনত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা ইন্দিরা গান্ধী শানিত পুরসকার গ্রহন করেন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাষ্ট মনোনীত, মর্যাদাপুর্ণ ‘ইন্দিরা গান্ধী শানিত পুরুস্কাকা’র পাওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে, হল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।বিবৃতিতে- নেতৃবৃন্দরা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ এই ‘ইন্দিরা গান্ধী শানিত পুরসকা’র প্রমাণ করেছে যে, তিনি শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যাই নন, তিনি হচ্ছেন, গণতনেত্রর প্রতীক, ন্যায়ের প্রতীক, শানিতর প্রতীক, মানবাধিকার সংরক্ষণের প্রতীক, আইনের সু-শাসন প্রতিষ্ঠ...

দিল্লিতে হাসিনা-মনমোহন সফল বৈঠক বাংলাদেশী পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে : বিদ্যুৎ আমদানি ও সাংস্কৃতিক বিনিময় সমঝোতা স্মারক

Image
দিল্লিতে প্রধানমন্ত্রী হাসিনা-মনমোহন সফল বৈঠক বাংলাদেশী পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে : বিদ্যুৎ আমদানি ও সাংস্কৃতিক বিনিময় সমঝোতা স্মারক স্বাক্ষর : নদী খনন, রেল ও সড়ক অবকাঠামো উন্নয়নে ১শ’ কোটি ডলার দেয়ার অঙ্গীকার : ট্রানজিট দিতে সম্মত ভারত মাসুদ করিম, নয়াদিল্লি থেকে সন্ত্রাস দমনে ঢাকা ও দিল্লি একযোগে কাজ করবে- এই মর্মে দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির ঐতিহ্যবাহী হায়দরাবাদ হাউসে বহু প্রতীক্ষিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর সন্ত্রাস দমন তথা নিরাপত্তা সংক্রান্ত তিনটি চুক্তি সই হয়। এ তিনটি চুক্তি হল- ১. অপরাধ দমনে পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি, ২. সাজাপ্রাপ্ত আসামি হস্তান্তর চুক্তি এবং ৩. আন্তর্জাতিক সন্ত্রাস দমন ও মাদক পাচার প্রতিরোধ চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেয়া হবে না। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ থেকে অধিক সংখ্যক পণ্য ভারতে প্রবেশাধিকার দেয়া হবে। অর্থমন্ত...

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

Image
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানী সামরিক জান্তার আক্রোশের শিকার হয়ে মুক্তিযুদ্ধকালীন দীর্ঘ ১০ মাস কারাবাস শেষে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে ফেরেন বঙ্গবন্ধু । ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার পাকিসৱানী বাহিনী তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী বাঙালি নিধনের নীলনকশা বাসৱবায়নের জন্য ‘অপারেশন সার্চলাইট’ শুরম্ন করে। ঐ রাতেই বর্বর পাকবাহিনী নিরীহ বাঙালির ওপর অতর্কিতে হামলা চালায়, শুরু করে গণহত্যা। খড়গ নেমে আসে বঙ্গবন্ধুর ওপর। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। তার আগেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। পাকিস্তানীরা ধানমন্ডির ৩২ নম্বরের বাসা থেকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে পাঠিয়ে দেয়। পরে বঙ্গবন্ধুর অবর্তমানে তাকে রাষ্ট্রপতি করে গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার। এই সরকারের নেতৃত্বেই চলে মহান মুক্তিযুদ্ধ। দেশে যখন যুদ্ধ চলছে ঠিক তখন পাকিসৱানে বঙ্গবন্ধুর বিরম্নদ্ধে পাতানো বিচার শুরম্ন হয়। তার ফাঁসির আদেশ দেয়া হয়। কারাগারের ...

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

Image
বিসমিলস্নাহির রাহমানির রাহিম প্রিয় দেশবাসী, আসসালামু ওয়া আলাইকুম - আজকের এই দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলাম। দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আপনাদের সেবা করার যে সুযোগ আমাকে দিয়েছিলেন তার একবছর পূর্ণ হলো আজ। এই শুভলগ্নে আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের সকল মানুষকে। কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি সকল ভোটারকে যারা আমাদের পড়্গে রায় দিয়েছিলেন। ধন্যবাদ জানাচ্ছি সেসকল সম্মানিত ভোটারকে যারা আমাদের সমর্থন দেননি কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তরম্নণ প্রজন্মের ভোটারদের, যাদের অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছে। দিনবদলের পড়্গে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার পড়্গে রায় দিয়েছে। অভিনন্দন আমাদের নারীসমাজকে যারা অকুণ্ঠভাবে আমাদের সমর্থন দিয়েছেন। আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবিসংবাদিত নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, নিজস্ব রাষ্ট্র, নিজস্ব মানচিত্র, লালসবুজের জাতীয় পতাকা। গভীর বেদনার সাথে স্ম...

বাংলাদেশ সেনাবাহিনী সম্পাদিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ গ্রন্থে ইতিহাস বিকৃতি

শেখ মুজিবের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ উপাধি বাদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা পাঠ তারিখ নেই বাংলাদেশ সেনাবাহিনী সম্পাদিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ গ্রন্থে ইতিহাস বিকৃতি অভিজিত ভট্টাচার্য: বাংলাদেশ সেনাবাহিনী সম্পাদিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ (১-৭ খণ্ড) গ্রন্থের কিছু কিছু অংশে ইতিহাস বিকৃতি, তথ্যবিভ্রানিত্ম, অতিরঞ্জন, অবমূল্যায়ন, পুনরাবৃত্তি, ভাষার ত্রুটিবিচ্যুতি ও পদ্ধতিগত সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত বইটি যথেষ্ট ত্রুটিপূর্ণ। একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে আনুপূর্বিক সংশোধন, সংযোজন ও পরিমার্জন ছাড়া বইটি কোথাও বিতরণ করা সমীচীন নয়। পাঠ্যপুসত্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্বলিত বিষয় সংযোজন সংক্রানত্ম কমিটি তাদের খসড়া প্রতিবেদনে এ মতামত দিয়েছে। আজকালের মধ্যে প্রতিবেদনটি শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমানের কাছে জমা দেয়া হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদরের শিক্ষা পরিদফতর থেকে ২০০৮ সালে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ নামে বইটি প্রকাশিত হয়েছে। মোট ৭টি খণ্ডে ৮টি বই প্রকাশ করা হয়। এগুলো পরে বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ে বিতরণ করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিন...

নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Image
নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঢাকা, জানুয়ারি ০৪ নানা আয়োজনে পালিত হলো দেশের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার রাতের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ৩০ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এসময় বিভিন্ন শাখা থেকে আসা কর্মীদের মধ্যে ৬০ কেজি মিষ্টি বিতরণ করা হয়। (আরো তথ্যসহ) সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। দেশাত্মবোধক গান, বক্তৃতা আর মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে ধীরে ধীরে জমে উঠতে থাকে সমাবেশস্থল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ডেন্টাল কলেজ, তেজগাঁও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা শাখা থেকে নেতাকর্মীরা কেন্দ্রীয় সংগঠনের এ কর্মসূচিত...

আওয়ামী লীগ সরকারের ১২ মাসের হিসাব-নিকাশ

প্রফেসর ড. মোঃ আসলাম ভূইয়া গণতান্ত্রিক সরকারের জবাবদিহিতা করতে হয় তাদের কার্যক্রমের জন্য, রাজনৈতিক দল ড়্গমতায় আসার পূর্বে জনগণকে দেয়া তাদের অঙ্গীকার যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা জনগণ অবশ্যই বিচার-বিশ্লেষণ করার অধিকার রাখে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে এ জবাবদিহিতার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবার বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের পূর্বে প্রথমবারের মতো ইশতেহার প্রকাশ করে তাদের কর্মসূচি ঘোষণা করে। অতএব আওয়ামী লীগ সরকারের দেশ শাসনের দড়্গতা ও সুব্যবস্থাপনার হিসাব-নিকাশ করার সময় উপরোক্ত প্রেড়্গাপট বিচেনায় রাখা যুক্তিযুক্ত মনে করি। ইশতেহারে ঘোষিত কর্মসূচির প্রাধান্য ক্রমানুসারে কতোটুকু বাস্তবায়ন করতে পারছে তা ১ বছর অতিক্রান্ত হওয়ার মুর্হূতে মূল্যায়ন করা জনগণের অধিকার। মূল্যায়ন করার ড়্গেত্রে সবাইকে ড়নলবপঃরাব হতে হবে। কোনো তথ্যের বিকৃতি কিংবা অতিরঞ্জন করা সমীচীন হবে না। এ বিষয় সবাইকে সচেতন থাকতে হবে। বিকাশমান পুঁজিবাদী ব্যবস্থার আলোকে বাংলাদেশের আমলাতন্ত্র এবং সরকারের বিভিন্ন পর্যায়ে বিরাজমান অব্যবস্থাকে বিবেচনায় রেখে এ মূল্যায়ন করাই হবে বাঞ্ছনীয়। সামাজিক ...

বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ দুবাইয়ের উদ্বোধন

Image
বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ দুবাইয়ের উদ্বোধন দুবাই সোমবার উদ্বোধন করেছে বিশ্বের সর্বোচ্চ ভবন ’বুর্জ দুবাই। ২০০তলা বিশিষ্ট এ টাওয়ারের উচ্চতা ৮০০মিটার। সব রেকর্ড ছাড়িয়ে আত্মপ্রকাশ করার মধ্য দিয়ে দুবাই শহরের মর্যাদা বাড়িয়ে দিল বুর্জ দুবাই। বুর্জ দুবাইয়ের নির্মাতা ইমার প্রোপার্টিস পিজেএসসি ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয়ে ২০০৪ সাল থেকে ভবনটির নির্মাণকাজ শুরু করে। তবে ভবনটির সঠিক উচ্চতা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বুর্জ দুবাইয়ের ২০০ তলার মধ্যে ১৬৫টি বাসযোগ্য বলে জানিয়েছেন এর চেয়ারম্যান। ২০০৪ সালে নির্মাণকাজ শুরুর ১, ৩২৫ দিন পর ভবনটি উদ্বোধন করা হল। টাওয়াটির কাঠামোর ৩৩০,০০০ কিউবিক মিটার কংক্রীট, ৩৯,০০০ মিটার স্টিল, ১০৩,০০০ স্কয়ার মিটার কাঁচ এবং ১৫,৫০০০ স্কয়ার মিটার স্টেইনলেস স্টীলের তৈরি। ওজন ৫০০,০০০ টন। মোট আয়তন ৫ দশমিক ৬৭ মিলিয়ন স্কয়ার ফিট। এর মধ্যে আবাসিক এলাকা ১ দশমিক ৮৫ মিলিয়ন স্কয়ার ফিট। আর ৩০০,০০০ স্কয়ার ফিট অফিস এলাকা। এছাড়াও এতে আছে সুইমিং পুল, পর্যবেক্ষণ ডেক, রেস্টুরেন্ট এবং বিলাসবহুল হোটেলও। ৩৮ বছর ধরে সংরক্ষিত বঙ্গবন্ধুর স্বাক্ষরিত চেক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের হাতের...

হামলার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ মতোই সবকিছু করা হয়েছে

হামলার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ মতোই সবকিছু করা হয়েছে জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি শহুদুল হক ২১ গ্রেনেড হামলা ০ পিনাকি দাসগুপ্ত বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় এবার সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের সাবেক আইজি শহুদুল হককে। অপর দিকে গ্রেনেড হামলা মামলার গুরম্নত্বপূর্ণ আসামি ভারতের তিহার জেলে আটক দুই ভাই মোর্সালিন ও মোসৱাকিনকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া মামলার তদনেৱর মেয়াদ গতকাল সোমবার আদালত ২ মাস বাড়িয়েছে। এ নিয়ে মামলার অধিকতর তদনৱকালে সিআইডি সাবেক দুই আইজিপি ও সাবেক ডিএমপির কমিশনারসহ বেশ কয়েক পুলিশ কর্ম-কর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্র জানায়, ২০০৪ সালে ২১ আগষ্ট গ্রেনেড হামলার সময় পুলিশের আইজি ছিলেন শহুদুল হক। তিনি ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন ও আহতদেরকে দেখতে যাওয়া মনে করেননি। গ্রেনেড হামলার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ব্যসৱ ছিলেন। তার নির্দেশেই সেদিন পুলিশ তড়িঘড়ি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেছিল। রবিবার ও গতকাল সোমবার মালিবাগ সিআইডি দফতরে শহুদুল হককে দুই দফায় প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন মামলার তদনৱ কর্মকর্তা। তিনি বলেছেন, ঘটনার পর ...

বিরোধী দলকে সংসদে আসার আহবান রাষ্ট্রপতি জিল্লুর রহমান

বিরোধী দলকে সংসদে আসার আহবান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঢাকা, জানুয়ারি ০৪ বিরোধী দলকে নতুন বছরে সংসদে আসার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ভাষণে জিল্লুর রহমান প্রধান বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, "আমি আশা করি, বিরোধী দল সংসদে যোগদান করে জনগণ কর্তৃক ন্যস্ত নিয়মতান্ত্রিক রাজনীতিতে অবদান রাখবে।" রাষ্ট্রপতি হওয়ার পর জিল্লুর রহমান এবারই প্রথম সংসদে বক্তব্য দিলেন। এর আগে ২০০৯ সালের ২৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। বিরোধীদলকে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা রাখার আহবান জানিয়ে রাষ্টপতি বলেন, "বিরোধিতার জন্য বিরোধিতার গতানুগতিক ধারা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। গণতন্ত্র চর্চার প্রাণকেন্দ্র জাতীয় সংসদ।" জিল্লুর রহমান বলেন, সরকারি ও বিরোধীদলের সাংসদরা জাতির কাছে দায়বদ্ধ। এজন্য সব পক্ষই নিয়মিত সংসদে অংশগ্রহণ করে একে কার্যকর ও অর্থবহ করে তুলবে- এটাই জাতির প্রত্যাশা। হিংসা-বিদ্বেষ, ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থের ওপরে উঠে সাংসদদের গঠনমূলক, কার্যকর ও সক্রিয় হওয়ার আহবান জানান রাষ্ট...

ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হল্যান্ড এ বসবাসরত ৯০ এর গনঅভুত্থানে সাবেক ছাত্রলীগ নেত্রীবৃন্দের যৌথ বিবৃতি

ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হল্যান্ড এ বসবাসরত ৯০ এর গনঅভুত্থানে সাবেক ছাত্রলীগ নেত্রীবৃন্দের যৌথ বিবৃতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গরা সংগঠন, বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক ছাত্রলীগ নেত্রীবৃন্দ বলেন, ১৯৪৮ সালের এই দিনে বাংলা ও বাঙালি জাতির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে প্রতিষ্ঠা লাভ করে দেশের প্রাচীনতম এ ছাত্রসংগঠন ।এদিন নঈম উদ্দীন আহমেদকে আহ্বায়ক করে গঠন করা হয় তখনকার পূর্বপাকিস্তান ছাত্রলীগের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি। এরপর ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধসহ, ৮১-৮২-৮৬ এবং ৯০ শৈরাচার জিয়া-এরশাদ বিরোধী আন্দোলন, ৯৬ এর ১৫ ফেব্রুয়ারী খালেদার পাতানো খেলা সংসদ নির্বাচন, বি এন পি – জামাত জোট সরকারের জংগি- সন্ত্রাস, ১০ ট্রাক অবৈধ অশ্র, লাগামহীন দুর্নিতি, লুটপাট, নাড়ীনির্যাতন, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে স্বা...

HAPPY NEW YEAR 2010

Image