১৪ দলের নেতারা : বিএনপি-জামাতের ষড়যন্ত্র র"খতে সুদৃঢ় ঐক্য চাই

সমাবেশে ১৪ দলের নেতারা
বিএনপি-জামাতের ষড়যন্ত্র র"খতে সুদৃঢ় ঐক্য চাই কাগজ প্রতিবেদক :
জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত বিএনপি-জামাত অশুভ শক্তি সরকার ও দেশের বির"দ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা। এই ষড়যন্ত্র র"খতে মহাজোটের ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে তারা বলেছেন, বিগত নির্বাচনে মহাজোটের বিপুল বিজয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। সরকার ও দেশকে অস্থিতিশীল করতে পরাজিত বিএনপি-জামাত এবং মৌলবাদী সামপ্রদায়িক জঙ্গি গোষ্ঠীর ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। মুক্তিযুদ্ধের পৰের অসামপ্রদায়িক-গণতান্ত্রিক শক্তি তথা মহাজোটের ঐক্যের ঢালই পারে সব ষড়যন্ত্রকে র"খে দিতে। গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০০৬ সালের ২৮ অক্টোবর জামাত-বিএনপি জোট কর্তৃক পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ওইদিন নিহত যুবলীগ নেতা মনির হোসেন ও যুবমৈত্রী নেতা রাসেল আহমেদ খানের খুনিদের বিচারের দাবিতে গতকাল বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে যুবলীগের সমাবেশে এসব কথা বলেন তারা। যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফার"ক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, যুবলীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, কেন্দ্রীয় নেতা হার"নুর রশীদ, মজিবুর রহমান চৌধুরী, নজিবুলস্নাহ হির", ফার"ক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান আতা, মনজুর"ল আলম শাহীন, মামুনুর রশীদ, সুব্রত পাল, আমজাদ হোসেন, ফজলুল হক আতিক, বদিউল আলম বদি, মতিউর রহমান বাদশা, আবুল বাশার, মহিউদ্দিন আহমেদ মহি, নূর"ন্নবী চৌধুরী শাওন, মাইনুল হোসেন খান নিখিল, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রমুখ। ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞকে পরিকল্পিত আখ্যায়িত করে রাশেদ খান মেনন বলেন, কে এম হাসানের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে অস্বীকৃতিকে গোপন রেখে সেদিন বিএনপি-জামাত জোট রক্তগঙ্গা বইয়ে দেয়ার ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে। তিনি বলেন, আজ যখন বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করা চূড়ান্ত পর্যায়ে, তখন খালেদা-নিজামীচক্র দেশকে অস্থিতিশীল করার নতুন চক্রান্ত নিয়ে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছে। সামপ্রদায়িক মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর এই চক্রান্ত র"খতে রাজপথসহ সর্বস্তরে অসামপ্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্য অটুট রাখতে হবে। মেনন বলেন, জামাতচক্র আগামী বছরের শুর" থেকে রাজপথে আন্দোলনের হুমকি দি"েছ। শান্তিকামী জনগণই এই আন্দোলন প্রতিহত করবে। কেননা তারা ষড়যন্ত্রকারীদের চিনে ফেলেছে। হাসানুল হক ইনু বলেন, মহাজোটের মহাবিজয়ে আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কেননা এখনো আমরা রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসহ সব শহীদের রক্তের ঋণ শোধ করতে পারিনি। এখনো সামপ্রদায়িক মৌলবাদী জঙ্গি ও খুনি খালেদা-নিজামীচক্র সক্রিয় আছে। প্রশাসনসহ সর্বস্তরে তাদের দোসররা ঘাপটি মেরে আছে। তারা মহাজোটকে ঘায়েল করতে চায়। তিনি বলেন, শেখ হাসিনা রূপকল্প-২০২১ ঘোষণা করেছেন। এটা বাস্তবায়ন করতে আগামী ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনেও অসামপ্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী হতে হবে। এর জন্য মহাজোটের ঐক্যকে অটুট রাখতে হবে। একমাত্র মহাজোটের মহাঐক্যের ঢালই পারে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে রূপকল্প-২০২১ বাস্তবায়ন করতে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, এই দেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানানোর আপনাদের ষড়যন্ত্রকে সফল হতে দেয়া হবে না। এখনো সময় আছে শান্তি ও রাজনীতির সঠিক পথে আসুন। সংসদে আসুন। জনগণের পৰে না থেকে সাকা চৌধুরীদের পৰে থাকলে জনগণ থেকে বি"িছন্ন হয়ে পড়বেন। শাজাহান খান বলেন, বিএনপি-জামাত জোট যখনই ৰমতায় গিয়েছে, তখনই হত্যাযজ্ঞ চালিয়েছে। এদের বির"দ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামাত, রাজাকার-আল বদরদের প্রতিহত করতে হবে।স্বে"ছাসেবক লীগএদিকে গণতন্ত্র ও আইনের শাসনের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র, উগ্রসামপ্রদায়িক জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতা ও সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার প্রতিবাদে গতকাল বিকাল ৪টায় আওয়ামী স্বে"ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোলস্না আবু কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বে"ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, স্বে"ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ। সমাবেশে বক্তৃতাকালে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যা"েছ, ঠিক সেই মুহূর্তে একাত্তরের পরাজিত শত্র"রা তাপসের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় বাস্তবায়নের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। বোমা হামলা চালিয়ে এ রায় ভিন্ন খাতে প্রবাহিত করা যাবে না।বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারকে সহযোগিতা করে যাবে।পঙ্কজ দেবনাথ বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে উগ্রসামপ্রদায়িক জঙ্গি গোষ্ঠীর কবর রচনা করা হবে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী