বঙ্গবন্ধু মামলার আসামিরা কে কোথায়

বঙ্গবন্ধু মামলার আসামিরা কে কোথায়
ঢাকা, অক্টোবর ৫ (টুয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার চুড়ান্ত বিচারে মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামীর মধ্যে পাঁচজন বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। পলাতক বাকি সাত আসামির মধ্যে একজন মারা গেছেন। অন্য ছয় আসামী বিভিন্ন দেশে অবস্থান করছেন। এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, বরখাস্ত লে. কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) আগে থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছে। ২০০৭ সালের ১৮ জুন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটিস মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদকে (ল্যান্সার) বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওইদিন থেকে মহিউদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া পলাতক সাত আসামির মধ্যে বিভিন্ন দেশে বর্তমানে আত্মগোপন করে আছে অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার আবদুর রশিদ, অবসরপ্রাপ্ত লে. কর্নেল শরিফুল হক ডালিম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল এস এইচ বি এম নূর চৌধুরী, রিসালদার মোসলেমউদ্দিন ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন (অব) আব্দুল মাজেদ। এর মধ্যে অবসরপ্রাপ্ত লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ পাকিস্তানে, অবসরপ্রাপ্ত লে. কর্নেল শরিফুল হক ডালিম কানাডায়, অবসরপ্রাপ্ত লে. কর্নেল নূর চৌধুরী যুক্তরাষ্টে ও রিসালদার মোসলেমউদ্দিন থাইল্যান্ডে অবস্থান করছে। অবসরপ্রাপ্ত লে. কর্নেল (অব.) এম এ রাশেদ চৌধুরী ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ায় অবস্থান করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. আজিজ পাশা পালিয়ে থাকা অবস্থায় জিম্বাবুইয়েতে মারা গেছে।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

Justice order of the day

ইতিহাসবন্ধনী