*ইতিহাসের ধারাবাহিকতা ও জিয়া পরিবারের গন্তব্য কোথায়...?
*ইতিহাসের ধারাবাহিকতা ও জিয়া পরিবারের গন্তব্য কোথায়...? বেগম জিয়া বললেন "২৬ মার্চ জাতীয় জীবনে ঐতিহাসিক দিন। এদিনে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।"স্বাধীনতার চল্লিশ বছরে বেগম জিয়ার এই নতুন বক্তব্য পড়ে হাসতে ইচ্ছা করলেও হাসতে পারলাম না। কারণ এতদিন জানতাম মেজর জিয়াউর রহমান ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন এবং কোনদিন কারও কাছে শুনিনি যে জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অথচ স্বাধীনতার চল্লিশ বছর পরে বেগম জিয়া বললেন "২৬ মার্চ জাতীয় জীবনে ঐতিহাসিক দিন। এদিনে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। "****মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু মুক্তিযুদ্ধের প্রতিটি চেতনা অন্তরে লালন করে থাকি। বাংলা আর বাঙালী ছাড়া অন্তরে আর কিছুই খুঁজে পাই না। বাংলা ভাষা, বাঙালিত্ব এই ধারণ করে স্বাধীনতার এই চল্লিশ বছরে বাংলাদেশের ইতিহাস বিশ্লেষণ করে স্বাধীনতার ইতিহাসের কোথাও জিয়াউর রহমানের অস্তিত্ব খুঁজে পাইনি। ১৯৪৮ থেকে ১৯৭০ সাল বাঙালীর স্বাধীনতা আর সংগ্রামের ইতিহাস। বাঙালীদের দীর্ঘ ২৩ বছরের এই সং...