Posts

Showing posts from April, 2010

মহান স্বাধীনতা দিবস ও হল্যান্ড আওয়ামী লীগের অভিষেক উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

Image
মহান স্বাধীনতা দিবস ও হল্যান্ড আওয়ামী লীগের অভিষেক উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিতভিওবিডি, হল্যান্ড থেকে হল্যান্ড আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠানে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমমানিত সভাপতি শ্রী অনিল দাশ গুপত ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সমমানিত চেয়ারম্যান, জনাব সুলতান শরীফের সঙ্গে, হল্যান্ড আওয়ামী লীগের নবগঠিত ‘কার্যনির্বাহী সংসদে’র নেতৃবৃন্দদের একাংশহল্যান্ড আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপিততে জানানো হয়েছে যে, ২৮শে মার্চ ২০১০, মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং হল্যান্ড আওয়ামী লীগের নবগঠিত ‘কার্যনির্বাহী সংসদে’র অভিষেক উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, সভাপতি জনাব মাঈদ ফারুক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপসিহত ছিলেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপত। প্রধান বক্তা হিসেবে উপসিহত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান জনাব সুলতান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপসিহত ছিলেন, উপদেষ্টামন্ডলীর সভাপতি, ডা. ইউসুফ আহমেদ, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব খোকন শরীফ, বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান বুলু ও স...

বীর মুক্তিযোদ্ধা বাদল আকন্দ এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

Image
বীর মুক্তিযোদ্ধা বাদল আকন্দ এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত মতিউর রহমান লিটু, নিউইয়র্ক থেকেদীর্ঘদিনের প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তি যোদ্ধা বাদল আকন্দের প্রথম মৃত্যু বার্ষীকী উপলক্ষ্যে গত ২৯ শে মার্চ বরিশাল বিভাগীয় কল্যান সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সভা পরিচালনা করেন কায়কোবাদ খান। এবং সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তফা হোসেইন। সমৃতির পাতায় মুক্তিযোদ্ধা বাদল আখন্দ এষ্টোরিয়ার একটি রেস্ট্রুরেন্ট্রে বাদল আকন্দের স্নৃতিচারন করতে গিয়ে ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী, বাল্যবন্ধু মোহামমাদ শামীম বন্ধুত্বের বর্ননায় কান্নার স্নরে বলেন- ‘মরহুম বাদল আকন্দ ছিলেন পরপকারী একজন সংগঠক, ১৯৭৭ সনে বরগুনা জেল খানা থেকে আমাদের পরিচয় - তখন বাদল আকন্দ ছিলেন ছাত্রলীগের তুখর ছাত্রনেতা। রাজনৈতিক পট পরিবরর্তনের ধারায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই থেকে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, কুয়েতে একত্রে ছিলাম তখন ও দেখেছি প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাদল আকন্দ সকলের পাশে থাকতেন। অবশেষে তিনি জার্মানী থেকে আমেরিকায় আসেন।মৃত্যুর আগের দিন পর্যন্ত...

Democracy resolution on Bangladesh in the US House of Rep..wmv

Democracy resolution on Bangladesh in the US House of Rep. http://www.youtube.com/watch?v=1N0SmRmviko&feature=player_embedded