বীর মুক্তিযোদ্ধা বাদল আকন্দ এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত



বীর মুক্তিযোদ্ধা বাদল আকন্দ এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত


মতিউর রহমান লিটু, নিউইয়র্ক থেকেদীর্ঘদিনের প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব বীরমুক্তি যোদ্ধা বাদল আকন্দের প্রথম মৃত্যু বার্ষীকী উপলক্ষ্যে গত ২৯ শে মার্চ বরিশাল বিভাগীয় কল্যান সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সভা পরিচালনা করেন কায়কোবাদ খান। এবং সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তফা হোসেইন। সমৃতির পাতায় মুক্তিযোদ্ধা বাদল আখন্দ এষ্টোরিয়ার একটি রেস্ট্রুরেন্ট্রে বাদল আকন্দের স্নৃতিচারন করতে গিয়ে ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী, বাল্যবন্ধু মোহামমাদ শামীম বন্ধুত্বের বর্ননায় কান্নার স্নরে বলেন- ‘মরহুম বাদল আকন্দ ছিলেন পরপকারী একজন সংগঠক, ১৯৭৭ সনে বরগুনা জেল খানা থেকে আমাদের পরিচয় - তখন বাদল আকন্দ ছিলেন ছাত্রলীগের তুখর ছাত্রনেতা। রাজনৈতিক পট পরিবরর্তনের ধারায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই থেকে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, কুয়েতে একত্রে ছিলাম তখন ও দেখেছি প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাদল আকন্দ সকলের পাশে থাকতেন। অবশেষে তিনি জার্মানী থেকে আমেরিকায় আসেন।মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন।‘গোলাম ফারুক শাহীন তার বক্তব্যে বলেন, বরিশাল বিভাগীয় কল্যান সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বাদল আকন্দ সারাজীবন আমাদের মাঝে বেচে থাকবেন। তিনি হাড়িয়ে গেছেন তবে তার ভালবাসা হাড়িয়ে যায়নি। এই সংগঠন প্রতিষ্ঠায় তিনি আমাকে যে সহযোগীতা করেছিলেন তা ভোলার মত নয়।‘ এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন ও সংঙ্খিপ্ত বক্তব্য রাখেন শওকত আকবর রিচি, আব্দুল কাদের খান, ওয়াদুদ তালুকদার, মোশারফ হোসেন, মোঃ আবু তালেব মাতুব্বর, আনোয়ার হোসেন, তারিকুল ইসলাম প্রিন্স, রাশেদুজ্জামান হিমু, আমিনুর রহমান, মোহামমাদ নাসিম হাওলাদার, আব্দুল্লাহ আল মামুন, সেলিম শরিফ, স্নৃতি আকন্দ, কবির আহামেমদ, আক্তার হোসেন, ইভা ও প্রিমা সহ আরো অনেকে।উল্লেখ্যঃ ২০০৯ সনে মার্চ মাসের শেষের দিকে নিউ ইয়কের্র জ্যাকসন হাইটসে কয়েকটি মুসলিম সংগঠন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে তার ছবি টানিয়ে জনমত গড়ারলক্ষ্যে বিক্ষোভ করছিলেন। তখন বাদল আকন্দ তার সহযোগীদের নিয়ে বিক্ষোভে বাধা দেন। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতে নিয়োন্ত্রনে নেন। কিন্তু হঠাত উত্বেজিত হয়ে পরায় স্ট্রোক করেন বাদল আকন্দ, অবশেষে ২৯ শে মার্চ ম্যানহাটানের মাউণ্ট সাইনাই হাসপাতালে মৃত্যু বরন করেন। বীর মুক্তিযোদ্ধার এই অকাল মৃত্যুতে প্রধান্মন্ত্রীর কার্যালয় থেকে শোক প্রকাশ করা হয় ও রাষ্ট্রীয় মরর্যাদায় তার লাশ বরগুনা জেলায় দাফন করা হয়।

Popular posts from this blog

THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE

ইতিহাসবন্ধনী

Justice order of the day